সিরাজগঞ্জে যমুনা নদী থেকে মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/07/siraajgnyj.jpg)
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে আজ শুক্রবার নিখোঁজ সিরাজ শেখকে উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড়। ছবি : এনটিভি
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে সিরাজ শেখ (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকার রাসেল শিশু পার্কের সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত গফুর শেখের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুরে সিরাজ শেখ যমুনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে নদীতে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে সিরাজ শেখের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’