স্কুলছাত্রী অপহরণে বাবা-ছেলে গ্রেপ্তার, অপহৃত কিশোরী উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী থেকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী কিশোরীকেও।
রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের বাসিন্দা তাজু শেখ (৬৫) ও তার ছেলে হামিম (২২)।
মেজর আসিফ আল-রাজেক জানান, নিখোঁজ কিশোরী বিবাহিত হওয়া সত্ত্বেও আসামি হামিম নিয়মিত কিশোরীকে পথেঘাটে উত্ত্যক্ত করতেন এবং বিয়ের প্রলোভন দিতেন। পরিবার থেকে বাধা দেওয়া সত্ত্বেও কিশোরীর ক্ষতি করার হুমকি দিতেন হামিম।
এরই ধারাবাহিকতায় গত ১৭ জুলাই স্কুলে যাওয়ার পথে উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের চায়পাড়া গ্রাম থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা গোদাগাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধারে যৌথ অভিযান চালায়। অবশেষে র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ অভিযানে বুধবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকার দক্ষিণখান থানার আশকোনা এলাকা থেকে অপহরণকারী হামিম ও তার বাবা তাজু শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে থানায় হস্তান্তর করা হয়েছে।