শাহরাস্তিতে পুকুর থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, চাচা-চাচি আটক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিখোঁজ হওয়া তাসনুহা আক্তার (৩) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনের বেলা নিখোঁজ হওয়ার পর রাত ১২টার দিকে শিশুটির মরদেহ বাড়ির পুকুরে ভেসে ওঠে।
নিহত তাসনুহা চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল পাটোয়ারী বাড়ির মো. রুবেলের মেয়ে। এ ঘটনায় তার চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করেছে পুলিশ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, সকালে ভাত রান্নার সময় গরম পানি পড়ে শিশুটির শরীরে আঘাত লাগে। এ সময় শিশুটি চিৎকার করলে চাচি সাথী বেগম গলায় চাপ দিলে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। পরে বাড়ির সবার অগোচরে শিশুটিকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়।
ওসি মো. আবুল বাশার আরও জানান, পরে রাতেই রিপন ও সাথী বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা রুবেল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।