সিরাজগঞ্জে শিশুকে আমের প্রলোভনে ধর্ষণ!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/15/sirajgonj-shajadpur-thana-photo.jpg)
ছয় বছরের এক শিশুকে আমের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসান (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুরান টেপরি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। অপরদিকে, হাসানের বাড়ি উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের পুরান টেপরি গ্রামে।
ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে জানান, গতকাল রোববার (১৫ মে) বিকেল সাড়ে ৩টা দিকে তার মেয়ে হাতে আম নিয়ে বাড়ি ফেরে। ওই সময় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। পরে সে জানায়, প্রতিবেশী হাসান তাকে আমের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন।
শিশুটির বাবা বলেন, ‘গতকাল ঘটনার পর গ্রামপ্রধানরা মীমাংসার কথা বলে আমাকে থানায় যেতে দেয়নি। আজ থানায় এসেছি মামলা করতে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য অনুসন্ধান করে। পরে থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাজ্জাদুর রহমান বলেন, “শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য আজ সোমবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।”