সিলেটে অরুণোদয় যুব সংঘের ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্প

সিলেটে অরুণোদয় যুব সংঘের উদ্যোগে ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্প। ছবি : এনটিভি
সিলেটে অরুণোদয় যুব সংঘের উদ্যোগে সপ্তম বারের মতো ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আজ সকালে দক্ষিণ সুরমার মাদ্রাসায় মদিনাতুল উলুম খিত্তা গোপশহরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুন খান।
বিশেষ অতিথি ছিলেন গোপশহর জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি আলহাজ মো. মঈন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আবদুল আহাদ, জালালুল ইসলাম, আবদুস সালাম দিলাল, রফিক মিয়া, জাহেদুল হক সাকি, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য মো. মুর্শেদ খান প্রমুখ।
সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আবদুল মুমিত খান ছামিল।
আলোচনা সভা শেষে গরির-অসহায় পরিবারের ১৫০ জন শিশুকে চিকিৎসকদের মাধ্যমে ফ্রি সুন্নতে খাতনা করানো হয়।