সিলেট সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ দল। ছবি : এনটিভি
সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একদিনে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ দল।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, চকোলেট, পান, চিনিসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাত থেকে আজ শনিবার (২৬ এপ্রিল) ভোর পর্যন্ত জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। পণ্যগুলোর বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। বিজিবি ও সেনাবাহিনীর যৌথ দল এই অভিযান চালায়। তবে অভিযান চলাকালে পালিয়ে যায় চোরাকারবারিরা। ফলে বিপুল পণ্য জব্দ হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।