সিলেটে আরো দুজনের করোনা শনাক্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/04/09/sylhet.jpg)
সিলেটে নতুন করে আরো দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি গোয়াইনঘাট ও অপরজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। আক্রান্ত দুজনই পুরুষ।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যাদের পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে এই দুজনের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদের দুজনই নিজ নিজ উপজেলা হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গতকাল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা যায়, সিলেট জেলায় একজন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগের মৌলভীবাজারে দুজন, হবিগঞ্জ জেলায় একজন ও সুনামগঞ্জে একজন করোনায় আক্রান্ত হয়েছে।