সিলেটে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/04/18/syleyt.jpg)
সিলেট আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টায় তিনি মারা যান।
গতকাল রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ব্যক্তিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত ব্যক্তি কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামের বাসিন্দা।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও ) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁর নমুনাও সংগ্রহ করেছিল। সেই পরীক্ষার ফলাফল জানা যাবে আগামীকাল রোববার। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
জানা গেছে, একটি অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেওয়া হবে কানাইঘাটে। সেখানে উপজেলা প্রশাসন আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।