সিলেটে করোনা থেকে সেরে উঠলেন ৫ জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/05/06/sylhet_0.jpg)
প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন সিলেটের পাঁচজন। তাঁরা সবাই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। পরপর দুটি টেস্টে তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার কারণে তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
আজ বুধবার দুপুর পৌনে ১টায় ছাড়পত্র পাওয়াদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা। এ সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন।
ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, শামসুদ্দিন হাসপাতালে ১৯ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এঁদের মধ্যে পাঁচজন পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের পরপর দুটি টেস্ট নেগেটিভ এসেছে। তাঁরা সবাই পুরুষ। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়েছে ২৫৭। মারা গেছেন চারজন।