সিলেটে নারায়ণগঞ্জফেরত পুলিশ সদস্যের মৃত্যু
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমন রহমান নামের নারায়ণগঞ্জফেরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মৃত্যু হয় তাঁর।
ইমন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে তাঁর শরীরে জ্বর দেখা দেওয়ায় তাঁকে নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর এলাকায় পাঠানো হয়। সেখানে কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকার পর অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন কি না, বলা যাবে না। ঢাকায় তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। সেখানে করোনাভাইরাস ধরা পড়েনি।’
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ‘ইমন নামের ওই পুলিশ কনস্টেবলের লিভারে সমস্যা ছিল। তিনি সম্ভবত এ কারণে মারা গেছেন।’
ইমনের লাশ মৌলভীবাজারে তাঁর এলাকায় আনা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, ‘এখন করোনার সময়ে তাঁর লাশ সতর্কতার সঙ্গে দাফন করা হবে।’