সিলেটে বুথ লুটের মামলায় চারজন পাঁচদিনের রিমান্ডে

সিলেটের ওসমানীনগর উপজেলায় শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এটিএম বুথ লুটের মামলায় চারজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে সিলেটে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ চার আসামির সাতদিন করে রিমান্ড আবেদন করে।
এদিকে, সকালে নিজ কার্যালয় সংবাদ সম্মেলন করেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এ সময় তিনি আরও একজনকে গ্রেপ্তারের বিষয়টি জানান। নতুন গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাফি উদ্দিন জাহির। তাকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘জাহির এটিএম বুথ লুটের সঙ্গে সরাসরি জড়িত। জহির এই ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। এ ছাড়াও গত ২১ সেপ্টেম্বর ঢাকা ডিবি পুলিশ তিনজনকে আটক করে।’