সিলেটে ৬৫ হাজার পরিবারকে সহায়তা দেবে সিসিকের ফুডব্যাংক

করোনাভাইরাস আতঙ্কে সারা দেশেই বন্ধ রয়েছে গণপরিবহন, বিভিন্ন মার্কেট, শপিংমল ও দোকানপাট। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাই সিলেট নগরীর দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে একটি ফান্ড গঠন করে সাহায্যের আবেদন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। তাঁর এ আহ্বানে সাড়া দিয়েছে সিলেট নগরের বিত্তশালী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারের পক্ষ থেকেও মিলেছে সহায়তা। এর মাধ্যমে গঠন করা হয়েছে বড় ধরনের ফুডব্যাংক।
এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী সাংবাদিকদের জানান, সিসিকের নিজস্ব ফান্ড, বিত্তশালী ও ব্যবসায়ীদের সহায়তায় নগরীর ৬৫ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিসিক সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও আধা কেজি লবণ দেওয়া হবে। সিসিকের প্রত্যেক কাউন্সিলরের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক দরিদ্র মানুষের তালিকা করা হয়েছে। এ তালিকা ধরেই ফুডব্যাংক থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এ ফুডব্যাংকে যোগ হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া ৫০ মেট্রিকটন চালও। যা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের মাধ্যমে সিসিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রমজীবী অসহায় মানুষের জন্য ফুডব্যাংক গঠন করে বিভিন্ন মহলের সহযোগিতায় আমরা খাদ্যসামগ্রী ক্রয় করেছি। এসব খাদ্যসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে ত্রাণ বিতরণ শুরু করেছি। রাতে চারটি ওয়ার্ডে ফুডব্যাংক থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব, নগরীর সব ওয়ার্ডের দরিদ্র মানুষের হাতে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দেব।’