সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ছাত্রলীগের ত্রাণসামগ্রী বিতরণ
সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। বন্যার শুরুর দিন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে চারটি টিম গঠন করা হয়। এ টিমের সাথে স্বেচ্ছায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদকেরাও রয়েছেন। তারা বন্যার্ত মানুষের হাতে প্রতিদিন খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।
তাঁদের এ মানবিক কার্যক্রমের ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। ছবিতে দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা পানিবন্দি এলাকার মানুষের কাছে নৌকায় করে, কেউবা পানি মাড়িয়ে প্রতিটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের হাতে খাদ্যসহ অন্যান্য সামগ্রী তুলে দিতেও দেখা গেছে তাদের।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা সিকদার বলেন, আমরা ছাত্রলীগের সভাপতি জয় ভাইয়ের নেতৃত্বে একটি টিম সুনামগঞ্জের দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছি। আর সিলেট আরেকটি টিমে রয়েছে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নেতৃত্বে। এছাড়াও বন্যাপ্লাবিত পুরো এলাকাজুড়ে ছাত্রলীগের ১০-১৫টিম কাজ করছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দুর্যোগ দুর্বিপাকে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। আমরা বন্যার শুরুতেই চারটি টিম গঠন করেছি। তাদের সঙ্গে আপনারা দেখেছেন বিভিন্ন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দও যোগ দিয়ে কাজ করছে। আমরা আমাদের এ ধরাবাহিকতা অব্যাহত রাখব।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘জাতির যে কোনো দুর্যোগ দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকা সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। তারই অংশ হিসেবে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। ছাত্রলীগের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিড়া, গুড়, স্যালাইন, বিশুদ্ধ পানি, কেক, বাটার বন-রুটি, দিয়াশলাই, বিস্কুট, সাবান ও মোমবাতি তুলে দেওয়া হচ্ছে। আমাদের এ ধরাবাহিকতা অব্যাহত থাকবে।’
বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার ও সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদের তত্ত্বাবধানে ত্রাণকাজে অন্যান্যদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা সিকদার, তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, বেনজীর হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, নাজিম উদ্দিন, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, উপ-সমাজসেবা সম্পাদক তানভির হাসান সৈকত, সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাজন, সাইফুর রহমানসহ শতাধিক কেন্দ্রীয় নেতাকর্মী।