সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/04/28/usmani_medical_clg.jpg)
সিলেট বিভাগে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০১ জনে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর গতকাল সোমবার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
গতকাল মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজিটিভ ও বাকি ১৬৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় তথ্যটি নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে দুজন সিলেটের এবং ১১ জন সুনামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০১ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারের ১৩ জন ও সুনামগঞ্জের ২৬ জন রয়েছেন।
এদিকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিলেটের এক চিকিৎসক, মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক প্রবীণ ব্যক্তি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের এক শ্রমিকের পাঁচ বছরের শিশু সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে।