সীমান্তে গুলিতে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় মিলেছে

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় মিলেছে। আজ মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিজিবির বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাহমুদুল হাসান বলেন, ‘নিহত ভারতীয় নাগরিকের নাম থেডিওন জি মোমিন (৩৬)। তিনি ভারতীয় সাউথ গারোহিল ৩ নম্বর রাসনগর এলাকার এলটি জনেন এন মারাকের ছেলে। মৃতদেহের কাছ থেকে ১২ বোতল মদ, ২৬০ পিস ইয়াবা, একটি মোবাইল সেট, ভারতীয় এনআইডি কার্ড, আয়কর বিভাগ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গ্রিন রেমিট কার্ড এবং ছয় হাজার ১৮০ রুপি জব্দ করা হয়েছে।’
এর আগে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নিহত ব্যক্তিসহ আট থেকে নয়জন চোরাকারবারি ৫ নম্বর গাজীরভিটা ইউনিয়নের ডুমনিকুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সূর্যপুর বিওপির টহল কর্মকর্তা নায়েক সুবেদার খন্দকার আব্দুল হাই তাদের থামতে বলেন। এ সময় অনুপ্রবেশকারীরা তাদের হাতে থাকা দা দিয়ে কোপ মারলে বিজিবি সদস্য মেহেদী জখম হন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ওপর গুলি করলে থেডিওন জি মোমিন নিহত হন। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহমুদুল হাসান।