‘সেপ্টেম্বর অন যশোর রোডে’ সুবাতাসের পদযাত্রা

অ্যালেন গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’, স্মৃতিকে কেন্দ্র করে যশোর-বেনাপোল সড়কে ৩৮ কিলোমিটার অংশ পদযাত্রা করছেন সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয় (সুবাতাস) নামের একটি সংগঠনের সাত সদস্য। আজ সোমবার দুপুর ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়ক থেকে এ পদযাত্রা শুরু হয়।
এর আগে সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুবাতাসের আহ্বায়ক হাসান আহমেদ বলেন, ‘‘মহান মুক্তিযুদ্ধে যশোর রোডের একটা তাৎপর্য রয়েছে। ওই সময় যশোর রোডে শরণার্থীদের দুর্দশা আর বেঁচে থাকার আকুতি দেখেছিলেন মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। লিখেছিলেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। এই রোডের প্রতিটি ধূলিকণা শরণার্থীদের সেই স্রোতের ক্লান্তি, দুর্ভোগের সাক্ষী। কোটি বাঙালির সেই বেদনাকে স্মরণ করেই সুবাতাস এই পদযাত্রার আয়োজন করেছে।’’

হাসান আহমেদ জানান, আজ সোমবার শুরু হওয়া তাদের এই পদযাত্রা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। প্রথমদিনে তাঁরা হাঁটবেন যশোরের ঝিকরগাছা পর্যন্ত। রাতে সেখানে রাত্রীযাপন করা হবে। আগামীকাল সকালে ফের পদযাত্রা শুরু হয়ে বেনাপোল গিয়ে শেষ হবে। পদযাত্রার মধ্যে তারা ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। সেখানে করোনা ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করা হবে।
হাসান আহমেদ আশা করেন যশোর রোডটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে বিশ্ব দরবারে স্থান পাবে। সেজন্য প্রতি বছর তারা যশোর রোডে এভাবে পদযাত্রার আয়োজন করবেন।