যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত

যশোর শহরতলীর পুলেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মা ও আরেক মেয়ে।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার মুজগুন্নীর রুবেল হোসেন (৩২) ও তার বড় মেয়ে ঐশি (১০)।
আহতরা হলেন- রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও ছোট মেয়ে তায়েবা (৪)।
স্থানীয়রা জানায়, রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল ও তার বড় মেয়ে ঐশী নিহত হন। গুরুতর আহত হন রুবেলের স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তায়েবা।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাজী বাবুল জানান, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে। বাসটির চালক ও হেলপারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’