৮ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

টানা ৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন দুই দেশের ব্যবসায়ীরা।
আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তারিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, টানা ৮ দিন পণ্য খালাস বন্ধ থাকায় সরকারের প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্য জট।
এদিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকেরা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, ঈদুল ফিতরের ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর কোনো চাপ ছিল না।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।