সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/24/ddeputti-spikaar.jpg)
‘সবাইকে মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে’ উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশ স্কাউটসের তিনটি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগণকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে।
আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘কাবিং করব সুন্দর জীবন গড়ব’ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস বেড়া উপজেলার আয়োজনে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘সব ধর্মের মানুষকে স্রষ্টার প্রতি আনুগত্য ও বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে। এর সঙ্গে ধর্মীয় সঠিক অনুশাসন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের কাব ক্যাম্পুরি হচ্ছে প্রশিক্ষণের উত্তম উপায়।’
শামসুল হক টুকু বলেন, ‘আজকের স্কাউটস হবে আগামী দিনের রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, ইউএনও, সাংবাদিক ও জনগণের সেবক তৈরির কারিগর। আমরা ২০৩০ সালের মধ্যে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই।’
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।