স্টেশনে কনস্টেবলকে মারধর, আরএনবির চার সদস্যের বিরুদ্ধে মামলা

রাজশাহী রেলওয়ে স্টেশনে পুলিশের এক কনস্টেবলকে তাঁর স্বজনদের সামনে মারধর করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করেছেন। এতে আরএনবির চারজনসহ অজ্ঞাত পরিচয় আরো একজনকে আসামি করা হয়েছে।
মারধরের শিকার পুলিশ সদস্য রিয়াজ হাসান (৩৫) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।
গত বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে কনস্টেবল রিয়াজ মারধরের শিকার হলে আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি থানায় মামলা করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন আরএনবির নায়েক কাইয়ুম আলী, সিপাহী শাহিন আলম, মিজানুর রহমান ও বেলাল হোসেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার রাতে কনস্টেবল রিয়াজের পাঁচজন আত্মীয় ট্রেনে রাজশাহী স্টেশনে আসেন। রিয়াজ ও তাঁর স্ত্রী তাঁদের স্টেশন থেকে আনতে গিয়েছিলেন। প্লাটফর্ম থেকে ঘুরে আসার পথে আরএনবির সদস্যরা তাঁদের কাছে টিকিট দেখতে চান। তখন পাঁচ যাত্রীর টিকিট দেখানো হয়। কিন্তু কনস্টেবল ও তাঁর স্ত্রীর টিকিট না থাকায় তাদের ধরে টিকিট কালেক্টরের (টিসি) কাছে ধরে নিয়ে যাওয়া হয়। তখন কনস্টেবল নিজের পরিচয় দিয়ে জানান, তিনি এবং তাঁর স্ত্রী ট্রেনের যাত্রী ছিলেন না। তাঁরা স্বজনদের নিতে এসেছিলেন।
এ কথা শোনার পর টিসি তাঁদের ছেড়ে দেন। কিন্তু টিসির কক্ষ থেকে বের হওয়ার পরই আরএনবির সদস্যরা পুলিশ কনস্টেবল রিয়াজ হাসানকে মারধর শুরু করেন। পরে অন্য যাত্রী এবং পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ওসি জানান, মামলা পর থেকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।