স্বর্ণ ‘চুরি’ : মহিলা শ্রমিক লীগ নেত্রী সাদিয়া রিমান্ডে

স্বর্ণ চুরির মামলায় গ্রেপ্তার হওয়া খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে মুখ্য মহানগর হাকিমের আদালত। ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
খুলনার বহুল আলোচিত সাদিয়া আক্তার মুক্তাকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের কৌঁসুলি আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট রজব আলী জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন।
আসামির আইনজীবীরা জব্দকৃত স্বর্ণালংকার বাদী শনাক্ত করেনি বলেও আদালতকে জানান। পরে বাদী উদ্ধার হওয়া স্বর্ণালংকার শনাক্ত করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগরীর বাবু খান রোড়ের একটি বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি হয়। অজ্ঞাতনামা আসামিদের নামে খুলনা থানায় মামলা করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নতুন প্রযুক্তি ব্যবহার করে সাদিয়া আক্তার মুক্তার বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার জব্দ করে। আটক সাদিয়া আক্তারকে গত মঙ্গলবার গ্রেপ্তার দেখায় পুলিশ।
মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় গত বছর ৩১ আগস্ট সাদিয়া আক্তারকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।