‘স্বাবলম্বী হতে সব ধরনের সহায়তা করবে সরকার’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে কোনো মানুষ যেন বিপন্ন অবস্থায় না থাকে। স্বাবলম্বী হওয়ার জন্য যা কিছু দরকার সব ধরনের সহায়তা করবে সরকার।’
আজ শনিবার দুপুরে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উন্নত জাতের কৈ, তেলাপিয়া ও সাদা পাঙ্গাসের জার্মপ্লাজম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।
এর আগে মন্ত্রী মৎস্য খামারিদের মধ্যে মাছের পোনা বিতরণ ও দেশে প্রথম দেশীয় ‘মাছের লাইভ জিন ব্যাংক’ উদ্বোধন ও গবেষণার মাঠ পরিদর্শন করেন।
পরে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজের কাছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উন্নত জাতের কৈ, তেলাপিয়া ও সাদা পাঙ্গাস মাছের জার্মপ্লাজম হস্তান্তর করেন।
মন্ত্রী আরো বলেন, ‘এক সময় তৈরি পোশাক শিল্পে ও বিদেশি জনশক্তি রপ্তানি করে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আসত। বর্তমানে আমাদের টার্গেট রয়েছে মৎস্য খাতকে এমন একটি জায়গায় নিয়ে যাব, যেখানে গ্রামীণ অর্থনীতি সচল হবে। প্রত্যেক বেকার মানুষ উদ্যোক্তা হবে, তার দরিদ্র্যতা দূর হয়ে যাবে। মানুষের পুষ্টির অভাব দূর হলে তার খাদ্যের অভাব দূর হবে। কারণ এই খাতের ব্যবহারিক পরিসর অনেক বড়। সেই জায়গায় আমরা এই খাতটাকে নিয়ে যাব। মৎস্য খাতে বিনিয়োগকারীদের স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। মৎস্য খাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা আর্থিক প্রণোদনা দেব, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে।’