হবিগঞ্জের হাওরে ছাত্রলীগ নেতার ভাসমান লাশ

ছাত্রলীগ নেতা আবদুর রউফ। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওর থেকে আজ রোববার সকালে এক ছাত্রলীগ নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুর রউফ (২৫) উপজেলার বাগহাতা গ্রামের প্রবাসী আব্দুর রহমানের ছেলে। তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, শনিবার বিকেলে রউফ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে তাঁর লাশ হাওরে ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
‘মৃতদেহে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে,’ যোগ করেন ওসি।