হবিগঞ্জে জমি দখলে ব্যর্থ হয়ে মা-বাবাসহ তিন মেয়ের উপর হামলা
হবিগঞ্জের চুনারুঘাটে জমি দখল করতে ব্যর্থ হয়ে স্কুল-কলেজ পড়ুয়া তিন মেয়েসহ তাদের মা-বাবার উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় ওই পরিবারের পাঁচজন আহত হয়েছে। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে একই এলাকার আব্দুল হক ও আব্দুল হাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আব্দুল হাই ও তার ছেলেরা গতকাল রাতে আব্দুল হকের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল হককে বাঁচানোর জন্য তার স্ত্রী ও মেয়েরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে পারুল আক্তার (৪৬), তার মেয়ে নাজমা আক্তার (২৬), কলেজছাত্রী আঁখি আক্তার (১৯) ও স্কুলছাত্রী তমা আক্তার (১৬) আহত হয়। আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
আব্দুল হকের স্ত্রী পারুল আক্তার জানান, তাদের কোনো ছেলে সন্তান নেই। ছয় মেয়ে রয়েছে। এজন্য আব্দুল হাই ও তার ছেলেরা আমাদের সম্পত্তি দখল করে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা বাধা দেওয়ায় তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তারা আমার মেয়েদেরও বিরক্ত করে। এ পরিস্থিতিতে আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।