হবিগঞ্জে রাতে ঝড়, এখনও বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

হবিগঞ্জে গতকাল মঙ্গলবার রাতে আধা ঘণ্টার ঝড়ে বেশকিছু বাড়ি-ঘরসহ উপড়ে পড়েছে গাছপালা। এ সময় তেমন বৃষ্টিপাত না হলেও ঝোড়ো বাতাসের কারণে শহরের বিভিন্ন স্থানে বেশকিছু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। অনেক স্থানে আবার ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক ট্রান্সমিটার। ফলে হবিগঞ্জ শহরসহ পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঝড়ে শহরের সার্কিট হাউস রোড, চৌধুরী বাজার, ধুলিয়াখাল, শায়েস্তানগর, বাসস্ট্যান্ড, কোর্টস্টেশন, উমেদনগর ও রাজনগরসহ শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে যায়। ফলে বেশকিছু স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে থাকে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো শহরসহ আশপাশের এলাকা। রাতেই পৌরসভার শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে পড়ে থাকা গাছগুলো উদ্ধারে কাজ শুরু করেন। এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সড়কে পড়ে থাকা গাছগুলো দ্রুত উদ্ধারের জন্য তৎপরতা চালান।
এদিকে, আজ বুধবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ চালু করতে মাঠে নেমেছেন হবিগঞ্জ পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা।