হাতিরঝিল থানার হাজতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার হাজতঘরে রুমন শেখ (২৭) নামের এক যু্বকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুমন শেখের পরিবার ও আত্মীয়-স্বজন থানার সামনে বিক্ষোভ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
রুমন শেখ হাতিরঝিল থানার হাজতঘরে আত্মহত্যা করেছেন না কি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, বিষয়টি স্পষ্ট নয়। গতকাল শুক্রবার দিনগত রাত সাতে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার রুমন শেখের ভাইয়ের শ্যালক (বিয়াই) সোহেল আহম্মেদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
সোহেল আহম্মেদ বলেন, ‘গতকাল শুক্রবার রামপুরা মহানগর প্রজেক্টের বাসা থেকে বিকেল ৪টার দিকে রুমনকে হাতিরঝিল থানা পুলিশ ধরে নিয়ে আসে। পুলিশের অভিযোগ, ১৩ আগস্ট রুমন চুরি করেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আমরাও শুনেছি রুমনের চুরির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।’
আত্মহত্যার বিষয়ে সোহেল আহম্মেদ বলেন, ‘পুলিশ রুমনকে ধরে থানার হাজতখানায় রেখেছিল। রাত সাড়ে তিনটার দিকে রুমন নিজের ট্রাউজার খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনা সত্য। তবে, থানার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটল, পুলিশ কি করছিল?’
আমি লাশ নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছি। এখন রুমন শেখের বাড়ির লোকজন হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করছে। তারা এ ঘটনায় পুলিশকে দায়ী করছে। পুলিশের হেফাজতে আত্মহত্যা, এ দায় তো পুলিশ এড়াতে পারে না।’
তবে, এ ঘটনার ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ও থানার পরিদর্শককে (তদন্ত) কল করা হলেও তারা ফোন ধরেননি। যদিও ডিউটি অফিসার ফোন ধরে বলেন, ‘এ ব্যাপারে বড় স্যারেরা কথা বলবেন।’