হাতিয়ায় ২৪ মামলার আসামি ইরাক গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/10/hatia-news-pic.jpg)
নোয়াখালীর হাতিয়ায় গ্রেপ্তারকৃত ২৪ মামলার আসামি কালা ওরফে ইরাক। ছবি : এনটিভি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় খুন, ধর্ষণ ও ডাকাতিসহ মোট ২৪ মামলার আসামি কালা ওরফে ইরাককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইরাক সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগনেতা রবীন্দ্রনাথ ও যুবায়ের হত্যা মামলার প্রধান আসামি। আজ শনিবার সকালে হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রেপ্তারকৃত ইরাকের বিরুদ্ধে হাতিয়ার ইউপি সদস্য যুবলীগনেতা রবীন্দ্রনাথ ও সোনাদিয়া ইউনিয়নের যুবায়েরসহ চারটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া দুইটি অস্ত্র মামলা, পাঁচটি ডাকাতি মামলা ও অন্যান্য আরও ১৩টি মামলাসহ সর্বমোট ২৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ইরাক নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।