হেফাজতে ইসলামের মুফতি হাবিবুল্লাহ গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/28/mufti-pic.jpg)
রাজধানী থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমীকে আজ বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানী থেকে হেফাজতে ইসলামের আরেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর নাম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী (৪৩)।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে রাতে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সাম্প্রতিক সময়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায়ও অভিযোগ রয়েছে।