১০০ ইয়াবাসহ র্যাবের হাতে যুবক গ্রেপ্তার

শেরপুর জেলা শহরের খোয়ারপাড় থেকে ১০০ ইয়াবাসহ পার্থ দত্ত নামে এই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি : এনটিভি
শেরপুর জেলা শহরের খোয়ারপাড় থেকে ১০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার সন্ধ্যায় পার্থ দত্ত (৩২) নামে ওই যুবককে আটকের পর সদর থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি) অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে পার্থ দত্তকে আটক করা হয়।
আশিকুজ্জামান জানান, তিনি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানাসহ র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার খোয়ারপাড়ে অবস্থান নেয়। এ সময় পার্থকে চ্যালেঞ্জ করে তাঁর কাছ থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাঁকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়।
পার্থের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।