১১৫৬০ পিস ইয়াবাসহ পিবিআইয়ের এসআই গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/28/pbi-masud-rana.jpg)
চট্টগ্রামের কর্ণফুলীতে ১১ হাজার ৫৬০ পিবিআইয়ের এসআই মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। ছবি : এনটিভি
চট্টগ্রামের কর্ণফুলীতে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।
জানা যায়, গ্রেপ্তার মাসুদ রানা কক্সবাজার পিবিআইয়ে এসআই হিসেবে কর্মরত আছেন। কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে র্যাবের তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে র্যাব-৭-এর উপপরিচালক বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেন।
ওসি দুলাল মাহমুদ বলেন, ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে।