২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, হল খুলবে ১৭ মে

আগামী ২৪ মে দেশের সব বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে এবং আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে ১৭ মে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে গত বছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। পরে গত জুলাই থেকে অনলাইন, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিকল্প শিক্ষাদানের উদ্যোগ নেওয়া হয়।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, কওমি মাদ্রাসা ছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসাগুলো আরো আগেই খুলে দেওয়া হয়েছে।
এর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসা ও টিকাদান কার্যক্রম শুরুর প্রেক্ষাপটে কর্তৃপক্ষ স্কুলগুলো খুলে দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু হয়েছে।
পাশাপাশি চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্তকরণেরও কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে মন্ত্রিসভার আজকের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে যাচাই করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন।