৪০০ জনকে ত্রাণ দিলো ঢাকা জেলা প্রশাসন

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে কঠোর বিধিনিষেধের কারণে কর্মহীন চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা প্রশসান। এ ছাড়া বুয়েট-৮৯ ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আজ বুধবার রাজধানীর দোলাইপাড় মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বুড়িগঙ্গা নদীতে লোক পারাপারকারী ১০০ জন নৌকার মাঝি, ১০০ জন নরসুন্দর, ১২৫ জন জুতার কারিগর ও ৭৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সার্কেল অফিসার বীথি দেবনাথসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে কর্মকর্তারা জানান, ধারাবাহিকভাবে নিম্নআয়ের কর্মহীন মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া তাঁরা সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও সম্পদশালী ব্যক্তিদের মানবিক সহায়তার এগিয়ে আসার আহ্বান জানান।