৮ দিনেও সন্ধান মেলেনি বাকৃবি শিক্ষার্থীর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী শেখ ইফতেখারুল ইসলাম আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ জানুয়ারি সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
ইফতেখারুল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০১৪-১৫ সেশন এবং শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
নিখোঁজ ইফতেখারুলের পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি সকাল ৬টায় হল থেকে বের হয়ে আর ফিরে আসেননি ইফতেখারুল। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। এর আগে ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। এর পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আজহারুল হক বলেছেন, ‘ওই শিক্ষার্থী ৯ জানুয়ারি সকাল ৬টা ৪ মিনিটে হল থেকে বের হয়েছিলেন। সিসিটিভি ফুটেজে এই তথ্য পাওয়া গেছে। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ১৩ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর-১০১১।’
এদিকে নিখোঁজের পরই উদ্বিগ্ন স্বজনরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানায়। কিন্তু আজ পর্যন্ত ইফতেখারুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ ইফতেখারুলের কোনো সন্ধান দিতে পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
শেখ ইফতেখারুল ইসলামের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমরা তাঁকে নিয়ে উদ্বিগ্ন। ভাইকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’
যোগাযোগ
বাকৃবি প্রক্টর : ০১৭১৩৬৮০৪২৭, শহীদ শামসুল হক প্রভোস্ট : ০১৭১৫০৫১০৯৩, সাইফুল ইসলাম (পরিবার) : ০১৭১২২১৯১৩৫।