ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা শহরে ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে সোহানা খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রেলগেটের কাছে সরকারি খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোহানা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া গ্রামের মো. সুবারেক আলীর একমাত্র মেয়ে। সে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
পুলিশ জানায়, সোহানা তার বাবা সুবারেক আলী ও মা লাইলী বেগমের সঙ্গে তিনদিন আগে মেহেরপুরে নানার বাড়ি বেড়াতে যায়। আজ বৃহস্পতিবার সেখান থেকে বাড়ি ফিরছিল। বিকেল ৫টার দিকে সরকারি খাদ্যগুদামের সামনে পৌঁছালে ইজিবাইকের ইঞ্জিনে ওড়না জড়িয়ে পড়ে এবং ধড়-মস্তক বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সোহানার মৃত্যু হয়।
সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বজনরা অসুস্থ বাবা-মাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সন্ধ্যায় এই খবর লেখা পর্যন্ত লাশ থানা চত্বরে ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, বিষয়টি দুর্ঘটনা বলে মনে হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ ফেরত দেওয়া হবে।