বরিশালে ২ স্পিডবোটের সংঘর্ষ, চিকিৎসকের স্ত্রী নিহত

বরিশালের কড়ইতলা নদীতে আজ শুক্রবার রাত ৮টার দিকে মুখোমুখি সংঘর্ষের পর দুটি স্পিডবোট ডুবে যায়। এতে ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. গোলাম সরোয়ারের স্ত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চিকিৎসকের মেয়ে।
দুর্ঘটনায় ডা. গোলাম সরোয়ার ও তাঁর ভাগ্নে মো. খোকন, ডা. প্রদীপ কুমার বণিক আহত হয়েছেন। খোকনসহ দুজনকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগরীর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুব আলম জানান, বরগুনার খেজুরতলা এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. গোলাম সরোয়ার, তাঁর স্ত্রী নিশপতি বেগম (৪৫), মেয়ে সাহিরা আক্তার (১৩), ভাগ্নে খোকন ও ডা. প্রদীপ কুমার বণিক ভোলায় বেড়াতে গিয়েছিলেন। রাতে বরিশাল থেকে সুন্দরবন লঞ্চে করে তাঁদের ঢাকায় রওনা হওয়ার কথা ছিল। এ জন্য তাঁরা স্পিডবোটে করে ভোলা থেকে বরিশাল রওনা হন। স্পিডবোট নদীর বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিকগামী অপর স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় স্পিডবোট ডুবে যায়। স্থানীয়রা ডা. গোলাম সরোয়ার, ডা. প্রদীপ কুমার বণিক ও খোকনকে আহত অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণ পর সারোয়ারের স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু তাঁদের মেয়ে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে ডুবুরিরা তল্লালি চালাচ্ছে। দুর্ঘটনার পর উভয় স্পিডবোটের চালক পালিয়ে গেছেন।