চুয়াডাঙ্গায় গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার পীতম্বরপুর গ্রামে গরু চোর সন্দেহে ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোররাতে পিটুনির ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় মারা যান তিনি।
নিহত ইমরান মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আজ ভোররাতে ইমরান পীতম্বর গ্রামের লাল মিয়ার বাড়িতে গরু চুরি করতে যায়। গৃহকর্তা টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা সংগঠিত হয়ে ইমরানকে পিটুনি দেন। সকাল সাড়ে ৬টার দিকে ইমরানকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
ওসি তোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।