মাগুরা পৌর ও শ্রীপুর থানা বিএনপির কমিটি গঠন

ফারুক আহমেদ বাবুলকে আহ্বায়ক এবং মোস্তাক খানকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ১৪৮ সদস্যের মাগুরা পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে শ্রীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বদরুল আলম হিরোকে আহ্বায়ক এবং খন্দকার খলিলুর রহমানকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ১৪৭ সদস্যের শ্রীপুর থানা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
এ দুটি কমিটিই মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম গত ২২ ডিসেম্বর রাতে অনুমোদন দিয়েছেন।
মাগুরা পৌর বিএনপির অন্য যুগ্ম আহ্বায়করা হচ্ছেন পিংকু মুন্সি, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম কনক, আনোয়ার হোসেন আনু, কাটু মল্লিক, ওবায়দুর রহমান বাটুল, কিজিল খান, জাহিদুল ইসলাম, আতর আলী, ওমর আলী শেখ, সালাম শেখ, দাউদ হোসেন বিশ্বাস, সালাম মোল্লা, ময়েন উদ্দিন মন্টু, আতিয়ার রহমান, মহসিন আলী, আবদুর রাজ্জাক, মোস্তাক আনোয়ার, ইবাদত হোসেন, মান্নান মন্টু, ফরিদ খান, আশরাফুজ্জামান শামীম, সানাউল হক তন্ময়, মিজানুর রহমান মিজান, মুন্সি খোকন, মনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলাম নান্টু, গাজিউর রহমান, শওকত হোসেন বাশী, মুন্সি জিল্লুর রহমান, সাত্তার মোল্লা, জোবান মোল্লা, নাসির সিকদার, আবু কাসেম ও তানজেল হোসেন। এ ছাড়া সদস্য হিসেবে চান্দু মিয়া, মঞ্জু সিদ্দিকী, কবির মুরাদসহ ১১২ জনের নাম রয়েছে।
আর শ্রীপুর থানা কমিটির অন্য যুগ্ম আহ্বায়করা হলেন মুন্সি রেজাউল করিম, খন্দকার আশরাফুল ইসলাম নালিম, রফিকুল ইসলাম প্রদীপ, শফিকুল ইসলাম সাচ্চু, আইনাল হোসেন, সিকদার মঞ্জুর আলম, জহুরুল হক মিলন, জলিল মোল্লা, মিন্টু চৌধুরী, মোসলেম উদ্দিন মণ্ডল, নুরুল ইসলাম, বাকিউল আলম, মোহাম্মদ হাফিজ, হেমায়েত হোসেন জঙ্গী, ওয়াদুদ মোল্লা, ওমর আলী, কামরুজ্জামান, রেজাউল আলম খান, সাজিদ হাসান আবু, আবু জাফর, বাবলা মিয়া, মাসুদ মজুমদার ও খন্দকার আব্বাস উদ্দিন।