ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে নগরবাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানায় তারা।
আজ বুধবার (১৪ মে) সকাল ৮টার পর থেকে নগরভবনে মূল গেটের সামনে মানববন্ধন শুরু করে নগরবাসী। ধীরে ধীরে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে তা সমাবেশে রূপ নেয়। সকাল ১০টার দিকে ফটক থেকে নগরভবনে সিঁড়িতে এসে অবস্থান নেয় তারা।
এ সময় হাসান মাহমুদ নামের একজন বলেন, ইশরাক হোসেনকে আমরা ভোট দিতে পেরেছি। সরকারের দরকার নেই, আমাদের মেয়রকে আমরা শপথও পড়াতে পারব। হাজার হাজার মানুষ আজ এখানে এসেছে। এখানে দলমত নির্বিশেষে সবাই এসেছে। মূলত জনতার মেয়রকে পদে বসাতে, মেয়র হিসেবে দেখতে জনতায় রাস্তায় নেমেছে। এটা ঢাকাবাসীর প্রাণের দাবি।
মাইক থেকে ইশরাক হোসেনের উদ্দেশে বলা হয়, আদালতের রায়ে এবং আমাদের ভোটে নির্বাচিত মেয়র আপনি। আপনি জনগণের কাছে আসেন, আমাদের ভোটকে মর্যাদা দিতে আপনাকে আসতেই হবে। আমরা ঢাকা মহানগরীর জনগণ আপনাকে আগামী শুক্রবার সকাল ১০টায় শহীদ মিনারে শপথ পড়াব ও মেয়র পদে বসাব। দেশের মালিক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে শপথ পড়িয়ে চেয়ারেও বসাতে পারে। আর আদালতের রায় পালন না করায় এই সরকারের দায়িত্বশীলরা আদালত অবমাননার দায়ে অপরাধী হবেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের অজ্ঞাবহ নির্বাচন কমিশন তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচিত মেয়র থেকে ঢাকাবাসীকে বঞ্চিত করে। ফ্যাসিস্ট পতনের পর আদালত ও নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল তালবাহানা করছে। তাঁকে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ফলে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা আজকের মধ্যে তাঁকে শপথ গ্রহণের ব্যবস্থা ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাব।
মানববন্ধনকারীরা আরও বলেন, যেখানে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশন আদেশ জারি করেছেন, সেখানে কেন তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। কেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তা জানতে চাই। তারা হুঁশিয়ার দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। আমাদের ন্যয্যা অধিকার আদায়ে লাখ লাখ ঢাকাবাসী রাস্তায় নেমে আসব। দাবি আদায় করেই রাজপথ ছাড়ব।
গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপিনেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই বিষয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপিনেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন।