আশুলিয়ায় শ্রমিকদের উসকানির মামলায় সাংবাদিক কারাগারে
ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আশুলিয়া থানার পুলিশ সাংবাদিক নাজমুল হুদাকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।
অপরদিকে নাজমুল হুদার পক্ষে তাঁর আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম রিমান্ড শুনানির জন্য আগামী ২৭ ডিসেম্বর ধার্য করেন। পরে বিচারক নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে জানান, আজ আদালতে কেস ডকেট (সিডি) না থাকায় রিমান্ড শুনানির জন্য ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমুলকে আটক করে পুলিশ। পরে নাজমুলকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়। তাঁর ব্যবহৃত মুঠোফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
নথি থেকে জানা যায়, শুক্রবার রাতে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে। মামলায় তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।