এস আলমসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
দেশের আলোচিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (গণসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সাইফুল আলম ছাড়া বাকি দুজন হলেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক এ আবেদন করেছিলেন।