ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াহেদ।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আবদুল ওয়াহেদ এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আবদুল ওয়াহেদ অভিযোগ করেন, গত দু-তিনদিন ধরে প্রশাসন ও সরকারি দলের নেতাদের পক্ষ থেকে তাঁর সমর্থক ভোটারদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সরকারি গাড়ি নিয়ে নির্বাচনে সরকারি দলের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জের ছয়টি ওয়ার্ডের ভোটকেন্দ্র অত্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’ বলে দাবি করে ওই সব কেন্দ্রে ভোটদান অবাধ করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আবদুল ওয়াহেদ।