ঝালকাঠিতে চাকরি স্থায়ী করার দাবি নকলনবিশদের

ছবি : এনটিভি
চাকরি স্থায়ী করার দাবিতে ঝালকাঠি জেলা রেজিস্ট্রি কার্যালয়ের নকলনবিশরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে নকলনবিশরা।
কর্মসূচিতে জেলা রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত ৬৪ জন নকলনবিশ অংশ নেয়।
আন্দোলনরত নকলনবিশরা জানায়, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৩ সালে তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ নকলনবিশদের চাকরি স্থায়ী করার ঘোষণা দেন। কিন্তু এখনো তাঁদের সেই ঘোষণা বাস্তবায়ন করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে চাকরি স্থায়ী করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় তারা।