টাঙ্গাইলে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুজন নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়। আজ বুধবার ভোর রাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনজনকে পিটুনি দেওয়ার পর তাদের প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলো নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে কমল দাস ও পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম। আহত ব্যক্তির নাম মাহমুদ। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার শৈলজানা গ্রামে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, বুধবার ভোররাতে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া, আবু তালেব ও উফুলকী গ্রামের আজাহার আলী ও রবির বাড়িতে গণ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্র দেখিয়ে স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে আগধল্যা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে গেলে স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এলাকাবাসী জীবন বাজি রেখে তিন ডাকাতকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে দুজন মারা যায়।