অপহরণের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় মুক্তিপণের দাবিতে অপহরণের দুদিন পর উদ্ধার করা হয়েছে কিশোর জীবনের মরদেহ। আজ রোববার (১৩ জুলাই) সকালে কাঠগড়া এলাকার গলাকাটা মোড়ের অদূরে একটি জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে রাব্বানী (১৯) নামের এক তরুণকে আটক করা হয়েছে। তার বাড়ি নওগাঁ জেলার মান্দা থানায়।
আজ দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম,অপস ও ট্রাফিক, উত্তর) আরাফাতুল ইসলাম।
আরাফতুল ইসলাম জানান, গত ১০ জুলাই বিকেলে জীবনকে অপহরণের পর তার বাবা মজিবর শেখের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ওইদিনই এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ঘটনার তদন্তে নেমে জড়িত একজনকে শনাক্ত করে পুলিশ। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন রাব্বানীকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় অপহৃত কিশোর জীবনের (১২) লাশ।
এ ছাড়া হত্যায় ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাব্বানী বলেছে, মাদকের অর্থ সংগ্রহ করার জন্য সে কিশোর জীবনকে অপহরণ ও জবাই করে হত্যা করে এবং মরদেহ জঙ্গলে ফেলে মুক্তিপণ দাবি করতে থাকে।