মাগুরায় বিষ দিয়ে মাছ হত্যা!

মাগুরায় সুখী নীলগঞ্জ প্রকল্পের জলাশয়ে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
প্রকল্প ব্যবস্থাপক শাহাজান কবির জানান, আজ শনিবার সকালে মাগুরা সদর উপজেলার নরশিংহাটি গ্রামে সুখী নীলগঞ্জ প্রকল্পের একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে দুপুরে জাল টেনে প্রায় চার লাখ টাকার মরা রুই, কাতলা, সিলভারকার্প ও বাটা মাছ অপসারণ করা হয়। মরা মাছ পরীক্ষার জন্য মাগুরা জেলা মৎস্য কার্যালয়ে পাঠানো হয়েছে।
সুখী নীলগঞ্জ প্রকল্পের মালিক আজহারুল হক পিপুল অভিযোগ করেন, কে বা কারা শত্রুতা করে রাতে জলাশয়ে বিষ প্রয়োগ করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জানান, খবর পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) রিপনকে ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।