বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

বরিশালের গৌরনদীতে ওয়ার্কশপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার বিকেলে গৌরনদী বন্দরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার ও হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বন্দরের মুরাদ স্টিল হাউস নামের ওয়ার্কশপে শ্রমিকরা কাজ করার সময় আকস্মিকভাবে ঝালাইয়ের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ব্যবসায়ী মো. মুরাদ, পাশের দোকানের ব্যবসায়ী মোফাজ্জেল পাইক, মো. আলম ও ইমাম হোসেন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মুরাদ, মোফাজ্জেল ও আলমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জেলকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ মোল্লা জানান, অপর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।