ছাত্রলীগ নেতা দিয়াজের বাসায় ময়নাতদন্তকারী দল

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় দ্বিতীয় দফা পরিদর্শন করেছে লাশের ময়নাতদন্তকারী দল। গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদের নেতৃত্বে একটি দল দিয়াজের বাসায় যায়। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী বিশেষ পুলিশ সুপার অহিদুর রহমান উপস্থিত ছিলেন। তিনি ওই মামলার তদন্ত কর্মকর্তা।
যে কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্বার করা হয় সেখানে খাট থেকে ফ্যানের দূরত্বসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তদন্ত কর্মকর্তারা। এ সময় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী কান্নায় ভেঙে পড়েন।
গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার নিজের বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দিয়াজের প্রথম ময়নাতদন্তে বলা হয়, তিনি আত্মহত্যা করেছেন।
এমন প্রতিবেদনের পর পারিবারিকভাবে তা প্রত্যাখান করে আদালতে মামলা করে দিয়াজের পরিবার। গত ১০ ডিসেম্বর দিয়াজের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ তোলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিয়াজের পরীক্ষার পর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহামুদ বলেন, ‘আমরা কথা বলে ও পর্যালোচনা করে এবং পোস্টমর্টেম করে আমরা যা পেয়েছি, এ ছাড়া কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। ওই রিপোর্টগুলো আসার পর সব বিষয় পর্যালোচনা করে আমরা যেন একটা সত্য রিপোর্ট দিতে পারি সে জন্য এখানে আসা।’