‘আত্মহত্যা নয়, দিয়াজকে হত্যা করা হয়েছে’

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দিয়াজের বড় বোন আইনজীবী জুবাইদা সরোয়ার চৌধুরী।
সংবাদ সম্মেলনে অঝোড়ে কাঁদেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। এ সময় দিয়াজের মৃত্যুর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে দিয়াজের বড় বোন বলেন, ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিল দিয়াজ। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সে কখনো অস্ত্রের রাজনীতি করেনি। বাসায় কেউ না থাকা অবস্থায় তাকে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে দিয়াজকে হত্যা করে এখন আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।
এর আগে গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর সড়কে অবস্থিত নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন দিয়াজের মা।
এদিকে দিয়াজ আত্মহত্যা করেছেন মর্মে গতকাল বুধবার ময়নাতদন্তের প্রতিবেদন দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ফরেনসিক মেডিসিন বিভাগ। হাসপাতালের তিন চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি এ প্রতিবেদন দেয়।