ডিসিসি মার্কেটের আগুন ছড়াচ্ছে পাশের ভবনেও
রাজধানীর গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের (সাবেক ডিসিসি মার্কেট) আগুন ছড়িয়ে পড়ছে পাশের ভবনেও।
সকাল ১০টার দিকে ডিএনসিসি মার্কেটের পাশে গুলশান শপিং সেন্টার নামে ছয়তলা মার্কেটের নিচতলার দুটি দোকানে আগুন দেখা যায়। এর পর ওই মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালপত্র ট্রাকে করে সরিয়ে নিয়ে যান।
সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, গুলশান শপিং সেন্টারের দোকান মালিকরা তড়িঘড়ি করে দোকানের জিনিসপত্র ট্রাকে করে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ষষ্ঠতলার ওই ভবনটিতে ওষুধ, গার্মেন্টস সামগ্রী, মনিহারি, মানি এক্সচেঞ্জ, ভ্রমণ প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আর ওই সব দোকান ও প্রতিষ্ঠানের মালিকরা তাঁদের নিজ উদ্যোগে দোকান ও অফিসের মালপত্র সরিয়ে নেন।
গুলশান শপিং সেন্টারে আগুন ছড়ানোর বিষয়ে ওই মার্কেটের দোকান মালিক সমিতির সহসভাপতি ও মেসার্স মনসুর ইলেকট্রনিকস স্টোরের মালিক মনসুর ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ডিএনসিসি মার্কেটে লাগা আগুন গুলশান শপিং মলে ছড়াতে শুরু করেছে। যেকোনো সময় আগুন পুরো মার্কেটে ছড়িয়ে যেতে পারে। এমন আশঙ্কা থেকে আমরা আমাদের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছি।’
তবে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড অব অপারেশনস মেজর শাকিল আহমেদ জানান, ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে পাশের কোনো ভবনের আগুন লাগার খবর তাঁর জানা নেই।
গতকাল দিবাগত রাতে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে মার্কেটটির শত শত দোকান পুড়ে গেছে। এরই মধ্যে মার্কেটটির একাংশে দেখা দিয়েছে ধস।