অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা না আসা পর্যন্ত বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/04/photo-1483521321.jpg)
রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের সামনে বিক্ষোভ করেছেন মার্কেটটির দোকান মালিক ও কর্মচারীরা। আজ বুধবার সকালে মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে নিজেদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আগুনে শুধু দোকান মালিকদেরই ক্ষতি হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানের কর্মচারিসহ আরো অসংখ্য মানুষ।
বিক্ষোভ সমাবেশে দোকান মালিকরা সরকার ও সিটি করপোরেশনের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিপূরণের বিষয়ে কোনো অনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরশন দোকান মালিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এস এম তালাল রিজভি বলেন, ‘আমরা সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’ দুপুরে একটি বৈঠকের মাধ্যমে তাঁদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
মার্কেটে লাগা আগুনের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে দোকান মালিক সমিতির কোনো সদস্যকে রাখা হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, আগুনের ঘটনায় একটি কুচক্রী মহল সম্পৃক্ত রয়েছে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজন। আর সেই তদন্ত কমিটিতে দোকান মালিক সমিতির প্রতিনিধির অন্তর্ভুক্তিও প্রয়োজন।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দোকান মালিক কর্মচারীদের চলমান বিক্ষোভের বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলেও আশা করেন তিনি ।